ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),খুলনা প্রতিনিধি, বুধবার ০৮ অক্টোবর ২০২৫ || আশ্বিন ২৩ ১৪৩২ :
খুলনা মহানগরীতে চাঞ্চল্যকর ছেলের হাতে বাবাকে হত্যার ঘটনায় ছেলে ও পূত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লিটন খান হত্যার ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনীকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের খুলনায় আনা হচ্ছে।\
Advertisement
https://youtu.be/OepNsMrx050?si=o0FkNMvZ3QNBnogj
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনের একটি বাসায় মাদকাসক্ত ছেলে নেশার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে প্রথমে শ্বাসরোধ এবং পরে ধারালো বঁটি দিয়ে বাবাকে গলাকেটে হত্যা করে। ঘটনার পর থেকে ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক ছিলেন।