ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খুলনা প্রতিনিধি,মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ || আশ্বিন ১ ১৪৩২ :
খুলনা মহানগরীর পশ্চিম রূপসা ট্রাফিক মোড় সংলগ্ন ‘ড্যাপস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ ক্লিনিকের তৃতীয় তলা থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চার দিনের নবজাতক চুরি হয়। তবে ৬ ঘণ্টার মধ্যে মহানগরীর রূপসা ইস্পাহানী গলি থেকে নবজাতক উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, ‘‘নবজাতক চুরির পর সাঁড়াশি অভিযানে নগরীর রূপসা ট্রাফিক মোড়ের অদূরে ইস্পাহানী গলি থেকে উদ্ধার করা হয়। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুদ বলেন, ‘‘সিসিটিভি ফুটেজে দেখে সাঁড়াশি অভিযান চালানো হয়। পুলিশের ত্বরিত অভিযানে নবজাতককে উদ্ধার করা সম্ভব হলো।’’
নবজাতকের মা ফারজানা আক্তার বলেন, ‘‘বাগেরহাটের মোংলার সিগন্যাল রোডের বাসিন্দা স্বামী সুজন মিয়াকে নিয়ে সন্তান ডেলিভারির জন্য ক্লিনিকে ভর্তি হই। চার দিন আগে আমার ছেলের সন্তান হয়। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আমি ঘুমিয়ে পড়ি। সাড়ে ১২টার দিকে ঘুম থেকে জেগে নবজাতককে না পেয়ে চিৎকার শুরু করি। ক্লিনিকের তৃতীয় তলার একটি রুমে আমি চিকিৎসাধীন আছি।’’
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্বিতীয় তলায় থাকা এক নারী তৃতীয় তলা থেকে এক শিশুকে ঢেকে নিয়ে নেমে যাচ্ছে। ওই নারী কাকে নিয়ে যাচ্ছে, সেটি স্পষ্ট না হলেও পুলিশের ওই নারীকে নিয়ে সন্দেহ হয়।
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
নবজাতকের মা-বাবা বলেন, ‘‘আমাদের আগে দুটি সন্তান মারা গেছে। এবার আল্লাহ একটি ছেলে দিলেন, তাও চোরে নিয়ে যায়।’’ সন্তান ফিরে পেয়ে তারা আনন্দে কেঁদে ফেলেন।