ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জ প্রতিনিধি, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ || আশ্বিন ১ ১৪৩২ :
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও তাদের চার বছরের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ফ্ল্যাটের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মীম ও ছেলে আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) তারেক আল মেহেদী লাশ উদ্ধারের তথ্য জানিয়েছেন। তিনি জানান, পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বউবাজারে পলাশ মিয়ার সাততলা ভবনের চতুর্থ তলায় তারা ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
নিহত শিপলুর বড় ভাই অলিউল্লাহ লাভলুর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘‘মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিল। শিপলুকে অন্য কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।’’
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
তিনি বলেন, ‘‘তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’’
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘‘শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে গ্রাহকরা মালিক ও শিপলুর বিরুদ্ধে মামলায় করে। সেই থেকে শিপলু হতাশা হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, হতাশা থেকে হত্যার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’’