ময়নার মা পরকিয়ায় জড়িত (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর প্রতিনিধি,শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২   :

“”ময়নার মা পরকিয়ায় জড়িত””
দীর্ঘদিন যাবত চলছে এই বেহায়া নির্লজ্জ কাজ
ময়নার চাচার সাথে। গত ৩দিন আগে
“”যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল”
ঐদিন দুপুর বেলা ময়নার মাকে তার চাচা পাশে দেখতে পেল এটা ছিল স্বাভাবিক কিন্তু সমাজবিরোধী এক বিস্ময়কর ঘটনা সাক্ষী হয়ে গেল ময়না
কারণ ছিল তাদেরকে উলঙ্গ অবস্থায় ময়নার মা ও ময়নার চাচা আকামের মধ্যে দেখতে পান ময়না
“””ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য”
ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন তারপর দেওয়ালের সাথে তাকে জুরে জুরে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন
” দেখা গেল ময়না মরে না “‘তাই চাচা ময়নার লজ্জাস্থানের ভিতরে রড ঢুকিয়ে দেই
“”তখন ময়না মুহূর্তে মারা যায়

Advertisement

https://www.facebook.com/share/p/1NT3RTcPAN

“তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়না লাশ রেখে আসেন
“””জানতে পারলাম শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে “”ময়ানা হত্যার বিচার চাই । এর সাথে যারা জড়িত সঠিক তদন্ত করে তাদের সবাইকে ফাঁসি চাই ।