ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার ১৮ জুন ২০২৫ || আষাঢ় ৪ ১৪৩২ :
ইসরায়েলের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছেন ইরানের ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দোরহিম মুসাভি। দেশটির প্রেস টিভির খবর অনুযায়ী মুসাভি বলেছেন, “এখন পর্যন্ত পরিচালিত অভিযানগুলি প্রতিরোধের জন্য একটি সতর্কতা ছিল, শাস্তিমূলক অভিযান শিগগিরই কার্যকর করা হবে।”
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের এই বক্তব্যের কিছুক্ষণ পরই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে রাজধানী তেহরানে “একনাগাড়ে এবং তীব্র” বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
Advertisement

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ‘আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত আপাতত নয়’। ট্রাম্প গত কয়েক মিনিট ধরে তার ট্রুথ সোশ্যাল অ্যাপে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন। এর মধ্যে একটিতে ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা কোথায় “লুকিয়ে আছেন” তা “ঠিক” জানে।
Advertisement
https://www.facebook.com/share/p/16fNYiF3gz/
ট্রাম্প বলেন, “তিনি একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদ – আমরা তাকে বের করে (হত্যা!) করব না, অন্তত আপাতত নয়।” তিনি আরও বলেন, “কিন্তু আমরা বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চাই না।



