ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার ১৮ জুন ২০২৫ || আষাঢ় ৪ ১৪৩২ :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন।
Advertisement

মঙ্গলবার জি-৭ সম্মেলন থেকে ওয়াশিংটনে ফিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দেওয়া শুরু করেন ট্রাম্প।
সর্বশেষ পোস্টে তিনি বলেছেন, “ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ।”
এর আগে আরেকটি পোস্টে তিনি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা জানে যুক্তরাষ্ট্র। তবে তাকে হত্যা করা হবে না।
তিনি বলেছেন, “আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদ – আমরা তাকে বের করে (হত্যা!) করব না, অন্তত আপাতত নয়। কিন্তু আমরা বেসামরিক নাগরিক বা আমেরিকান সেনাদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চাই না। আমাদের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে।”
Advertisement

এর কয়েক মিনিট আগে আরেকটি পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “ইরানের আকাশসীমার উপর এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে।”


