মুন্সীগঞ্জে খামারে ডাকাতির ৩টি গরু উদ্ধার, গ্রেপ্তার ২ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি,বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩২ :

মুন্সীগঞ্জ সদরের হামিদপুর এলাকার গরুর খামার থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া উন্নতজাতের ৩টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

 

বুধবার (১৪ মে) রাতে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ।

এর আগে একইদিন সকালে কুমিল্লা থেকে ডাকাত সদস্যদের গ্রেপ্তার ও দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গরু ৩টি উদ্ধার করা হয়। ৩টি গরুর মূল্য ১০ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার তুরাজডাঙা এলাকার মৃত বাবুর মিয়ার ছেলে লিটন (৩২) ও দাউদকান্দি এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো. শাহাজালাল (৫২)।

Advertisement

 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৩ মে রাত সাড়ে তিনটার দিকে হামিদপুর এলাকা আদর্শ গরুর খামারে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় অস্ত্রের মুখে খামারে থাকা লোকজনকে মারধর ও জিম্মি করে গরু লুটে নেয় ডাকাতরা। এঘটনায় খামার মালিক কালাচান মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির ব্যবহারে কুমিলার দাউদকান্দি থেকে লিটন ও চক্রের ক্রয়-বিক্রয়ে জড়িত শাহজালালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে নারায়গঞ্জের সোনারগাঁও কলতাপাড়া এলাকার বেপারী ফার্ম থেকে লুন্ঠিত ৩টি উন্নত জাতের গরু উদ্ধার করা হয়।

Advertisement

 

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির আরো জানান, এঘটনায় জড়িত মোট ৬জনকে চিহ্নিত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

উদ্ধারকৃত গরু ও গ্রেপ্তার ডাকাত চক্রের দুই সদস্য