ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),বিশেষ প্রতিনিধি, বুধবার ১৪ মে ২০২৫ || বৈশাখ ৩১ ১৪৩২ :
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে প্রথম কারণ আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। একজন আরেকজনের বিষোদগারে ব্যস্ত।
Advertisement
তিনি বলেন, এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ‘পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহীদ অফিসারদের স্মরণে’ এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
Advertisement
জরুরি বিষয়ের কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। তারা (অপরাধীরা) খুব ভালোভাবেই জানে এই সময়ে অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব। সে কারণে এই অপরাধগুলো হচ্ছে। তবে আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি- তাহলে এটা সম্মিলিতভাবে মোকাবিলা করা সম্ভব হবে।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, এই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়। দুই লাখ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে ও আনসার-ভিডিপি আছে। আমার আছে ৩০ হাজার সৈন্য। ৩০ হাজার সৈন্য দিয়ে আমি কীভাবে পূরণ করবো। ৩০ হাজার থাকে, আবার ৩০ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে, এটা দিয়ে আমরা দিন-রাত চেষ্টা করে যাচ্ছি।
Advertisement
সেনাপ্রধান বলেন, যেসব উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের (দেশের মানুষের) নিজস্ব তৈরি। বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি-শৃঙ্খলা আসবে না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে।