প্রশ্নের মুখে প্রফেসর ইউনুসের সরকার গণতন্ত্রের ক্লাউন জিএম কাদের কার ইশারায় বাইরে- প্রশ্ন পিনাকীর(ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),’সবার দেশ’ সৌজন্যে প্রতিনিধি,শুক্রবার   ০৯ মে ২০২৫ ||  বৈশাখ ২৬ ১৪৩২ :

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের এখনও গ্রেফতার হননি কেনো? কেন তিনি অবাধে ঘুরে বেড়াচ্ছেন, রাজনৈতিক সভা করছেন? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

Advertisement

সম্প্রতি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্টে উঠে এসেছে এমনই গুরুতর অভিযোগ ও ইঙ্গিত।

পিনাকী সরাসরি প্রশ্ন তুলেছেন—জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কি ‘পুণ্যবতী’ যে তাকে স্পর্শ করছে না আইনশৃঙ্খলা বাহিনী? তিনি লিখেছেন, ইনুর যা দায়, তার চেয়ে কম কী জিএম কাদেরের দায়? ইনু যদি গ্রেফতার হতে পারে, তাহলে জিএম কাদের কেন পার পেয়ে যাচ্ছেন?

হাসিনার মন্ত্রী, এখন ‘বিরোধী’ রাজনীতির মঞ্চে

পিনাকী মনে করিয়ে দেন, জাতীয় পার্টির শীর্ষ নেতা আনিসুল ইসলাম মাহমুদ একসময় শেখ হাসিনার মন্ত্রিসভায় ছিলেন। অথচ এখন তিনি দিব্যি সভা-সমাবেশ করছেন, এমনকি সরকারবিরোধী বক্তব্যও দিচ্ছেন। এর পেছনে কী ‘অদৃশ্য ছত্রছায়া’ কাজ করছে—তা নিয়েই উঠছে প্রশ্ন।

পিনাকীর ভাষায়, আনিসুল ইসলাম মাহমুদ যিনি হাসিনার মন্ত্রী ছিলেন, তিনি এখন কী করে প্রকাশ্যে সভা করতে পারেন? কে তাকে অনুমতি দেয়? এটা কীভাবে সম্ভব, যদি না সরকারের ভেতরে কোনও বোঝাপড়া থাকে?

প্রফেসর ইউনুসের সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে লেখকের অভিযোগ—জিএম কাদের ও তার দলের প্রতি বর্তমান সরকার, অর্থাৎ প্রফেসর ইউনুস-নেতৃত্বাধীন প্রশাসনের রহস্যময় ‘সহানুভূতি’। পিনাকী বলেন, জিএম কাদেরের সঙ্গে প্রফেসর ইউনুসের সরকারের কী বোঝাপড়া হয়েছে, তা আমরা জানতে চাই।

Advertisement

জোকার হামিদ পালাল, সরকার চুপ!

পিনাকীর পোস্টে আরও উল্লেখ আছে বিতর্কিত ‘জোকার হামিদ’-এর সদ্য দেশত্যাগ ও তার বিরুদ্ধে কোনও সরকারি বিবৃতি বা ব্যাখ্যা না থাকা প্রসঙ্গে। তিনি কটাক্ষ করে বলেন, জোকার হামিদ পালায়ে গেলো, সরকার একটাও শব্দ করলো না। কোনও ব্যাখ্যা নাই, বিবৃতি নাই। এটা কী ধরণের নৈতিকতা?

‘নির্বাচিত না, দায়বদ্ধও না’

পিনাকী স্পষ্ট করে বলেন, প্রফেসর ইউনুসের সরকার একটি নির্বাচিত সরকার নয়, তাই তার দায়বদ্ধতার প্রশ্নও ওঠে না। কিন্তু তারপরও জিএম কাদেরকে ঘিরে এতো ছাড়পত্র, আর ইনুদের ধরপাকড়—এটা কি দুই রকম নীতি নয়?

রাজনীতির জটিল সমীকরণে নতুন প্রশ্ন

এ মুহূর্তে বিরোধী রাজনীতির মূলধারার অনেক নেতা রয়েছেন কারাগারে, কিংবা আত্মগোপনে। এরমধ্যে জিএম কাদেরের প্রতি প্রশাসনিক ‘সহানুভূতি’ নজর কাড়ছে রাজনৈতিক বিশ্লেষকদের। পিনাকীর পোস্টে এ অসাম্যকে তুলে ধরা হয়েছে সরাসরি ভাষায়—একজন গ্রেফতার, অন্যজন সভামঞ্চে। এটা কীভাবে হয়?

Advertisement

এ প্রশ্নের উত্তর এখনো মেলেনি। প্রফেসর ইউনুস সরকারের তরফ থেকেও এ নিয়ে কোনো বিবৃতি আসেনি।