ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার ০৬ মে ২০২৫ || বৈশাখ ২৩ ১৪৩২ :
গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার আর কোনো অর্থ নেই বলে জানিয়েছেন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভায় পুরো গাজা দখলের অনুমোদন দেয়ার পর হামাস এমন প্রতিক্রিয়া জানিয়েছে। খবর বিবিসি
হামাসের সিনিয়র নেতা বাশেম নাঈম বিবিসিকে বলেন, ইসরায়েল গাজায় মানবাধিকার লঙ্ঘন করে ‘স্টারভেশন ওয়ার’ (ক্ষুধাকে অস্ত্র বানিয়ে যুদ্ধ) চালিয়ে গেলে তাদের সঙ্গে আমরা আর কোনো আলোচনায় বসব না। সোমবার (৫ মে) ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ব্যাপক অভিযানের লক্ষ্য হলো জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করা।
ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, গাজা দখলে নিতে পারলে অনেক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে এবং মানবিক সহায়তা প্রদান তারা নিয়ন্ত্রণ করতে পারবে। যদিও জাতিসংঘ সতর্ক করে বলেছে, দুই মাস ধরে গাজায় মানবিক সহায়তা প্রদান বন্ধের কারণে সেখানে খাবার সংকট দেখা দিয়েছে।
কর্মকর্তারা আরও জানিয়েছে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চল সফর করবেন। এ সময়ের মধ্যে তারা গাজায় দখলের কার্যক্রম শুরু করবে না। ফলে একটি চুক্তিতে পৌঁছাতে হামাসের দরজা খোলা রয়েছে। তবে বাশেম নাঈম ইসরায়েলের এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরায়েলের স্থল অভিযান সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদে সামরিক উপস্থিতি অব্যাহত থাকলে আরও বেসামরিক মানুষের মৃত্যু হবে এবং গাজা আরও ধ্বংস হবে।
Advertisement
ডাউনিং স্ট্রিট জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সাম্প্রতিক ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয়ই বলেছেন, ‘গাজায় একটি নতুন শান্তি চুক্তি প্রয়োজন।’
তবে বিস্তারিত তথ্য ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় খাদ্য সরবরাহে যুক্তরাষ্ট্র সহায়তা করছে।
গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর যুদ্ধবিরতির প্রথম ধাপ ভঙ্গ করে আবারও গাজায় হামলা শুরু করে তেল আবিব এবং জিম্মিদের মুক্তিতে হামাসের ওপর চাপ প্রয়োগ করে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভয়াবহ হামলা চালায় হামাস। ওই হামলায় ১২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নেয়া যাওয়া হয়।
Advertisement
এরপর থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ১৫ মাসের বেশি সময় ধরে চলা এ হামলায় ৫২ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।