https://www.youtube.com/live/voQC1mYlCI8?si=PYOGf_O6XHcJxOKy
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),গাজীপুর প্রতিনিধি, রোববার ০৪ মে ২০২৫ || বৈশাখ ২১ ১৪৩২ :
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত হন তিনি।
রোববার (৪ মে) সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
Advertisement
রোববার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ফেসবুকে পোস্টে তিনি লিখেন- ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’

তবে কী কারণে গাজীপুরে গিয়েছিলেন হাসনাত ও কারা তার গাড়িতে হামলা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Advertisement
প্রসঙ্গত, গত বছরের নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইল এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িকে চাপা দেয়ার চেষ্টা হয়।
হাসনাতের গাড়িতে হামলা। ছবি: সংগৃহীত