স্ত্রীর নাক সুন্দর, তাই ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে নিলো স্বামী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া প্রতিনিধি, রোববার   ০৪ মে ২০২৫ ||  বৈশাখ ২১ ১৪৩২  :

স্ত্রীর মুখটা দেখতে সুন্দর, নাকটাও খুব ভালো লাগে। তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে নিয়েছে স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার শান্তিপুর থানার ১১ নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

Advertisement

 

বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখর সঙ্গে নয় বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। তাদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে। নয় বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের। কিন্তু স্বামী মাঝেমধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর। বিশেষ করে নাকটা খুব ভালো লাগে। গত বৃহস্পতিবার মধু খাতুন যখন ঘুমাচ্ছিলেন রাত ৩টা নাগাদ হঠাৎ তার নাকে কামড় দেয় বাপন শেখ। জ্বালা যন্ত্রনায় ঘুম ভেঙে যায় মধু খাতুনের। এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারো আঙুলে কামড় মারে তার স্বামী। কোনরকমে বাড়ির বাইরে পালিয়ে আসে মধু।

Advertisement

মধু খাতুনের দাবি, তার স্বামী মাঝেমধ্যেই মদপান করত। এরপর বলতো “তোর মুখটা এত সুন্দর কেন? নাকটা আরো সুন্দর। তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব।”

তিনি আরো অভিযোগ করে বলেন, “যেহেতু আমার মুখ সুন্দর তাই এসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী।”

Advertisement

মধু খাতুন শান্তিপুর থানায় বাপন শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে  বাপন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।