https://www.facebook.com/share/v/16Wp9EFCXZ/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),মেঘনা প্রতিনিধি, শনিবার ০৩ মে ২০২৫ || বৈশাখ ২০ ১৪৩২ :
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও বর্বরোচিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন।
গতকাল ২ মে শুক্রবার বিকেলে এই ইউনিয়নের সেননগর বাজারে এ মানববন্ধন হয়। ফারহানা উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের হিজল তুলি গ্রামের প্রবাসীর স্ত্রী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হালিম, যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. নাদিমুজ্জামান, মো. শওকত আদনানসহ ছাত্র,যুব,ও এলাকার সর্বস্তরের জনগণ।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ১০ ফেব্রুয়ারি রাতে হাবিল মিয়া কৌশলে প্রবাসী স্ত্রী ফারহানাকে ঘরে ডেকে ‘ঠান্ডার ওষুধ’ খাওয়ান,যা ছিল ঘুমের ওষুধ। অচেতন হয়ে পড়লে হাবিল ও বাতেন মিলে তার ঘরে ঢুকে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করেন।
কিছুদিন পর বাতেন মিয়া সেই ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার প্রবাসী স্বামীকে হুমকি দেন। পরে জানা যায়, ভিডিওর ভয় দেখিয়ে তারা তার স্বামীর কাছ থেকে কিস্তিতে ৪০ হাজার টাকা আদায় করে নেয়। কিছুদিন পর বাতেন মিয়া সেই ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেন।
Advertisement
এ বিষয়ে জানতে চাইলে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, ‘অভিযোগের পর আসামিদের একজনের গ্রেফতার করা হয়েছে, বাকিদের ধরার চেষ্টা চলছে। খুব দ্রুত আসামিদের গ্রেফতার হবে বলে জানান’।