মার্চ থেকে প্রাথমিকের শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু

SHARE
মার্চ থেকে প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ : আগামী মার্চ থেকে প্রাথমিকের শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান।

তিনি বলেন, বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব। ফেব্রুয়ারিতে হবে না। মার্চে শুরু করবো। বিভিন্ন কারণে পিছিয়ে গেছি।

মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে দেরি হয়ে হয়ে যাওয়ায়, মার্চে কাজটি শুরু হচ্ছে। না হলে এটি আরও আগেই শুরু হওয়ার কথা।

প্রতিমন্ত্রী জানান, অনলাইনে সিস্টেম ডেভলপমেন্টের কিছু কাজ এখনও বাকি আছে। এই সপ্তাহেই শেষ হয়ে যাবে। বদলির জন্য অপেক্ষায় থাকা শিক্ষকদের জন্য এটি আশার খবর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রায় দুই বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ রয়েছে। অনলাইন বদলি নীতিমালা তৈরি করে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করার জন্য বন্ধ রাখা হয়।

দীর্ঘ দিন বদলি প্রক্রিয়া শুরু না হওয়ায় বদলি হতে চাওয়া শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনলাইনে কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ হলেই বদলি প্রক্রিয়া শুরু করা হবে।