ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২ : সুন্দর, সাজানো গোছানো ঝকঝকে স্পা। আপাতদৃষ্টিতে সব ঠিকঠাক মনে হলেও রাজধানীতে বেশ কয়েকটি স্পা সেন্টারের আড়ালে চলছে অনৈতিক কার্যকলাপ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর কয়েকটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চোরের মায়ের বড় গলা। পুলিশের কাছে গোপন তথ্য ছিল রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কের ২১ নম্বর বাড়িতে স্পার আড়ালে দীর্ঘদিন ধরে চলছে অনৈতিক কার্যকলাপ। সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে গিয়ে শুরুতেই তোপের মুখে পড়ে পুলিশ।
এ সময় বাড়ির কেয়ারটেকার তাদের স্পা সেন্টারে কাজ করেন বলে শনাক্ত করলে আগ্রাসী ভাব মুহূর্তেই উধাও হয়ে যায়।
পরে ডুপ্লেক্স ফ্ল্যাটে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ছোট ছোট রুমে অনৈতিক কাজের প্রমাণ পায় পুলিশ। কেয়ারটেকার জানায়, অধিক অর্থের লোভে ফ্ল্যাটের মালিকদের যোগসাজশে চলছে এ দেহব্যবসা।
পুলিশের দাবি, এসব স্পা সেন্টারে চলে মাদক সেবনও। বারবার অভিযান চালানো হলেও আইনি দুর্বলতার কারণে বন্ধ করা যাচ্ছে না এসব অপকর্ম।
ডিএমপির গুলশান জোনের এডিসি নাজমুল হাসান ফিরোজ বলেন, ভালো পরিবারের ছেলে যারা নিজেদের বাসায় মাদক সেবন করতে পারছে না, তারা এখানে আসছে। এসব জায়গা তারা বেছে নিয়েছে, প্রচলিত আইনানুসারে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়, তবে এক সপ্তাহ বা ১৫ দিন বা একমাস পর জামিনে মুক্ত হয়ে অন্যত্র যায় তারা।
গুলশান ও বনানী তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।