
ওয়ার্ল ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২ : রাজধানীর পল্লবী থেকে জাল নোট চক্রের অন্যতম হোতা ছগীর ও তার দুই সহযোগীকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে পল্লবীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানায়, এক দশক ধরে রাজধানীসহ আশপাশের এলাকায় জাল নোট বিক্রি করে আসছিল চক্রটি। প্রতি লাখ জাল নোট বিক্রি করতো ১৫-২০ হাজার টাকায়। প্রতিদিন প্রায় গড়ে এক লাখ করে জাল নোট বিক্রি করেছে তারা।
র্যাবের এই কর্মকর্তা আরও জানায়, গতকাল (সোমবার) ছগীরকে গ্রেপ্তারের সময় এক কোটি ২০ লাখ টাকার জাল নোট ও তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করে র্যাব। এর আগে আরও ৮-১০ বার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।