নারায়ণগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

SHARE

Untitled-2-2ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২২ ডিসেম্বর : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে রাজশাহীর সন্ত্রাসী আজিজুর রহমান ওরফে রতনকে (৩৮) গ্রেপ্তার করেছে ।

রতন রাজশাহীর একাধিক খুন, ডাকাতি ও চুরির মামলায় পলাতক আসামি ও নাটোরের নলডাঙ্গা উপজেলার রমশার কাজীপুর গ্রামের মৃত নাদের আলী শাহের ছেলে।

শুক্রবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি। এর আগে ভোরে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি ট্রাক থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে এক রাউন্ডগুলিসহ একটি বিদেশি ৭.৬৫ পিস্তল ও ম্যাগজিন জব্দ করা হয়।

ডিবির উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, রতন রাজশাহীর সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাইয়ের পাশাপাশি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সিলেটের জৈন্তাপুর থানার বর্ডার এলাকায় আত্মগোপনে ছিলো।

তিনি আরো জানান, সিলেটে গ্রেপ্তার অভিযানের সংবাদ পেয়ে রতন ঢাকায় পালিয়ে যাবার সময় সিদ্ধিরগঞ্জ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।