সন্ধান মেলার পর পুলিশি হেফাজতে কল্যাণ পার্টির মহাসচিব

SHARE

aminur_116570ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৩ ডিসেম্বর :  সাংবাদিক উৎপল দাস, শিক্ষক সিজারের পর এবার সন্ধান মিলল প্রায় চার মাস ধরে নিখোঁজ থাকা ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানের। তিনি গত ২৭ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন।

খোঁজ মেলার পর আমিনুর রহমান এখন গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। তার সঙ্গে ফোনে কথা বলে এ তথ্য নিশ্চিত করেছেন আমিনুরের ভাই মিজানুর রহমান।

তিনি বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছি। আমরা এখন ডিবি অফিসে যাচ্ছি। তাকে আজই আদালতে তোলা হবে বলে খবর পেয়েছি।’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি সাজাহান সাজু জানিয়েছেন, নিখোঁজ কয়েকজনের ফিরে আসার মধ্যে মোবাইল ফোন ট্র্যাক করে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার শাহজাদপুরে প্রগতি সরণিতে তার অবস্থান শনাক্ত করা হয়। গুলশান থানার ১৬/০২/২০১৫ তারিখের ২৫ নাম্বার মামলায় আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজই আদালতে তোলা হবে। তবে তাকে কোথায় কী অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে এ সম্পর্কে কিছু জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে বাসার দিকে রওনা দেন। এরপর থেকে তার কোনো খবর নেই। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।