
এ প্রসঙ্গে কেয়া বলেন, ‘খুব ভালো লাগছে টেলিফিল্মে কাজ করে। কারণ অনেক বছর পর আবার ছোটপর্দায় কাজ করছি।’ তিনি বলেন, ‘সজলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আশা করছি টেলিফিল্মটি সবার কাছে ভালো লাগবে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে ‘বসন্ত যায় বসন্ত আসে’ টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে। উল্লেখ্য, কেয়া রুপালি পর্দায় একসময়ের ঝড় তোলা নায়িকা। মান্না, আমিন খান, রিয়াজের সঙ্গে তিনি দাপিয়ে অভিনয় করেছেন। সর্বশেষ কেয়া অভিনীত ‘ব্ল্যাক মানি’ ছবিটি মুক্তি পায়। এছাড়া আগামীতে ‘শিরোনামে তুমি’ নামের আরেকটি ছবিতে অভিনয় করবেন বলে জানান।