
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় জমি বায়না করেছিলেন ফয়সাল। রবিবার সেই জমিতে বাউন্ডারি দিতে গিয়েছিলেন। সেখানে প্রতিপক্ষের হামলা তিনি বুকে এবং পিঠে টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। ফয়সালের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।