বাংলাদেশ ১৭৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কাকে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৬ এপ্রিল : সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১৭৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আজ শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার ৯ উইকেটের বিনিময়ে ১৭৬ রান করে মাশরাফিরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে মোসাদ্দেকের ব্যাট থেকে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে ইমরুল ব্যাট থেকে। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন পেসার মালিঙ্গা। এদিকে আজ টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইমরুলের উইকেট হারায় বাংলাদেশ। তবে সেখান থেকে কিছুটা উদ্ধার করার চেষ্টা করেন সোমৗ ও সাব্বির। পর পর ফিরে যান সৌম্য-সাব্বির। সাব্বির খেলেন ১৯ রানের ইনিংস। আর সৌম্য খেলেন ৩৪ রানের ইনিংস। তাদের বিদায়ের পরে ক্রিজে আসেন সাকিব-মোসাদ্দেক। ব্যার্থ তারাও মাত্র ৫৫ রানের জুটি গড়ে মোসাদ্দেক ১৭ রানে, আর সাকিব ৩৮ রানে বিদায় নেন।

তবে সেখান থেকে দলকে একটার পর একটা সাজ ঘরে ফিরে যান মুফিক ১৫, মাসরাফি ০, সাইফুদ্দিন ৬ রানে আইট হয় এবং মাহমুদউল্লাহ ৪ রানে অপরাজিত থাকে।