মেঘনায় শান্তিপূর্ন পরিবেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,০৬ এপ্রিল : কুমিল্লার মেঘনা উপজেলায় নকলমুক্ত পরিবেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা-২০১৭ আজ অনুষ্ঠিত হয়। সারাদেশের ন্যায় মেঘনা উপজেলার ১টি কেন্দ্রে মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষা। মোট ছাত্র ও ছাত্রীর সংখ্যা ছিল ২৪৭ জন। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিল ২৪২জন, অনুপস্থিত ৫ জন। কেন্দ্র পরিদর্শনকালে দেখা যায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই কেন্দ্রে ২টি প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ ও মুজাফর আলী কলেজ। নকলমুক্ত পরিবেশে কেন্দ্রের পরীক্ষা চলাকালীন সার্বক্ষনিক দায়িত্বে ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম মোসা, ভেটেনারী সাজেন্ট গাজী শাহ আলম। মেঘনায় নকলমুক্ত পরিবেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের ইংরেজী ১ পত্র অনুষ্ঠিত হয়। একটি পরিত্যক্ত ইংরেজী বই পাওয়া গেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন বইটি পানিতে ফেলে দেন। পরীক্ষা কেন্দ্রে কোন রাজনৈতিক নেতাদের প্রবেশ করতে দেওয়া হয় নি।