বলিভিয়ার কাছে মেসিবিহীন আর্জেন্টিনার হার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৯ মার্চ : তারকা খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই আত্মবিশ্বাসে ভাটা পড়েছিল আর্জেন্টিনার। সেই সঙ্গে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার ঠিক আগে দলের সেরা তারকা লিওনেল মেসির নিষেধাজ্ঞায় আরও ছন্নছাড়া হয়ে পড়ে দলটি। দলের তারকাদের ইনজুরি আর নিষেধাজ্ঞার ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ২-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ফের পিছিয়ে পড়তে হলো আলবিসেলেস্তেদের। মেসির নিষেধাজ্ঞার সুযোগ কাজে লাগিয়ে তাদের হারিয়ে পয়েন্ট টেবিলের দুই ধাপ নিচে নামিয়ে দিয়েছে বলিভিয়া।

বাংলাদেশ সময় গতকাল রাত ২টায় বলিভিয়ার মাঠে খেলতে নামে আর্জেন্টিনা। লা পাজের উচ্চতার কারণে সফরকারীদের কিছুটা সমস্যা তো ছিলই। এছাড়া নিষেধাজ্ঞার কারণে বলিভিয়া ম্যাচে দলের বাইরে ছিলেন ৪ গুরুত্বপূর্ণ খেলোয়াড় হাভিয়ের মাশ্চেরানো, গঞ্জালো হিগুয়েইন, নিকোলাস ওটামেন্দি ও লুকাস বিগলিয়া। তারা চিলির বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখায় এ শাস্তি পান। আর শেষ দিকে মেসির ৪ ম্যাচের নিষেধাজ্ঞা বাউজার দলের ওপর আর চাপ বাড়ায়।
এস্তাদিও হের্নান্দো সিলেজ স্টেডিয়ামে ১৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগও পেয়ে যায় তারা। কিন্তু ৬ গজ বক্সের মধ্যে হুয়ান কার্লোস আর্সের দুর্বল শট ঠেকিয়ে দেন ডিফেন্ডার মুসাচিও। ২ মিনিট পর রাউল কাস্ত্রোর দূরপাল্লার শট শেষ মুহূর্তে ঠেকিয়ে দেন গোলরক্ষক সার্জিও রোমেরো। ধীরে ধীরে গুছিয়ে ওঠা আর্জেন্টিনা ২৭তম মিনিটে গোল পেতে পারত। তবে এভার বানেগার দূরপাল্লার শট দারুণ ণৈপুণ্যে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। পরের মিনিটে আনহেল দি মারিয়ার প্রচেষ্টা রুখে দেন লাম্পে। এর কিছুক্ষণ পরেই এগিয়ে যায় বলিভিয়া। ডান দিক থেকে পাবলো দানিয়েলের দারুণ ক্রসে অসাধারণ এক হেডে বল জালে পাঠান ফরোয়ার্ড আর্সে।
পিছিয়ে পড়ার ৫ মিনিট পর আরেকটি ধাক্কা খায় অতিথিরা। চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার ফুনেস মোরি। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শক্তি কমে আরো। দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে আর্জেন্টিনা। হোর্হে এনরিকের পাস পেয়ে ডান দিক থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন মার্সেলো মোরেনো। ৫৬তম মিনিটে আনহেল কোররেয়াকে বসিয়ে ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আগুয়েরোকে নামান কোচ। কিন্তু তিনিও পারেননি দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে।
৬৬তম মিনিটে ব্যবধান বাড়তে পারত। তবে মার্তিন্সের শট ঠেকিয়ে দলের ম্যাচে ফেরার আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখেন ডিফেন্ডার ফাকুন্দো রনকাগলিয়া। ৮ মিনিট পর ব্যবধান কমানোর ভালো সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু দি মারিয়ার ক্রস ফাঁকায় পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড করেন লুকাস প্রাতো। বাকি সময়েও ম্যাচের চিত্র পাল্টাতে পারেনি পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে খেলতে নামা দলটি। বলিভিয়ার বিপক্ষে হারের ফলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে যাওয়া আর্জেন্টিনার পয়েন্ট ১৪ ম্যাচে ২২। সমান ম্যাচে ২৩ পয়েন্টে চিলি চতুর্থ এবং তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে কলম্বিয়া। আর ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।