মেঘনায় ২৬শে মার্চ রহস্যময় কমিশনারের আগমন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,২৮ মার্চ : কুমিল্লা মেঘনা উপজেলায় মানিকারচর গ্রামে আনোয়ার হোসেন বুলবুল নামে এক রহস্যময় কমিশনার এর আগমন ঘটে। সে মেঘনা উপজেলার কোন প্রশাসনকে না জানিয়ে মানিকারচর গ্রামে প্রায় ৪০ কানি জমিনের উপর লাল পতাকা পুতে দেয়। এই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন মামলা চলছে বলে জানা যায়। সে নিজেকে কমিশনার পরিচয় দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। সে আসলে প্রকৃত কমিশনার কিনা এই নিয়ে জনমনে ও স্থানীয় প্রশাসনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মেঘনা উপজেলার নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি) এ এস এম মোসা, মেঘনা থানার অফিসার ইনচার্জ এ এস এম সামছুদ্দিন এই ব্যাপারে কোন কিছু বলতে পারছেন না। স্থানীয় প্রশাসনের ধারনা জাতীয় কর্মসুচিতে ব্যস্থ থাকার ফাঁকে ভূয়া কোন চক্র এই কাজটি করেছে কিনা? আমরা আনোয়ার হোসেন বুলবুল কমিশনার পরিচয়দানকারীর নিকট (০১৭২৬৭৯৭২৫২) মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ব্যস্থ আছেন বলে ফোনটি কেটে দেন। প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজটি কে করেছে তা তদন্ত করার জন্য মেঘনার নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী মেঘনা থানার অফিসার ইনচার্জ এ এস এম সামছুদ্দিনকে লিখিতভাবে বলেছেন।