মেঘনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,২৬ মার্চ : কুমিল্লা মেঘনা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা। সকাল ৭.৩০ ঘটিকায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন। সকাল ৮.০০ ঘটিকায় প্রধান অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও শরীরর্চ্চ প্রদর্শন। সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদ হলে উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আবদুল সালাম উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন, এ এস এম মোসা সহকারী কমিশনার (ভূূমি), উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, মেঘনা থানার অফিসার ইনচার্জ এ এস এম সামছুদ্দিন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবরের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা। বাদ জোহর জাতির শান্তি কামনা করে মসজিদ,মন্দির,গীর্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা। বিকালে এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকাল ৩.০০ ঘটিকায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা ও স্থানীয় একাদশ।