স্পষ্ট কথা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মো: মাজহারুল ইসলাম,২১ মার্চ : ছাত্র জীবনের শুরু থেকেই আমি একজন প্রতিবাদী ছিলাম। আমার চিন্তা চেতনায় সবসময়ই পাজেটিভ জাতীয় কিছু করার চেষ্টা থাকতো । আমার ব্যক্তিগত কাজে শতভাগ সফল না হলেও
পঞ্চাশ ভাগেরও উপরে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি । আমি খুব অল্প বয়সেই রাজনীতির সঙ্গে জরিত হয়ে যাই আমার প্রতিবাদের  প্রতিভা দেখে আমার নিজ দল ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের থেকে শুরু করে খেতে খাওয়া মানুষদের কাছেও প্রশংসনীরম হয়ে উঠি । বেশ কয়েকবার বিনামুল্যে চক্ষু চানি অপারেশনের ব্যবস্থা করেছিলাম এবং এই সুযোগটি আমাকে করেদিয়েছিলো কুমিল্লা চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার ভাই শফিকুল ইসলাম (যাকে আমি এখনও সম্মান করি) । এলাকার সাধারন মানুষের পাশেও স্বাধ্যমতো দাঁড়িয়েছি ।
অন্যদের অপরাধ, নিজের কাধে চাপিয়ে আমি অসংখ্যবার অপমান-অপদস্ত হয়েছি । কিন্তু কখনো তাদের দোষ প্রকাশ করিনি ।
বন্ধুগন, নিজের কাজে সফলতা অর্জন করতে না পারলেও অন্যদের কাজে প্রায় নিরানব্বই ভাগই
সফলতার দৃষ্টান্ত দেখাতে পেরেছি । এবং ইহার আওতায় আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেক লোকজনই এর ভিতরে ।
অত্যন্ত হাস্যকর বিষয় হলো আজ আমি তাদের কাে আমি তাদের কাছে স্বার্থপর। একই বছরে
দুইবার ব্রেণ ষ্ট্রোক করেছি এটা নিয়েও তারা আমোদ-ফুর্তিতে ব্যস্ত । কিন্তু এর জন্য আমি কোনও রকম মর্মাহত নই ।
স্বাস্থ্যগত ও কিছু বিশেষ কারনে আমি প্রতিবাদ বন্ধ করে ছিলাম । ফলাফল দাড়ালো আমার বিপরীতে যথা: ”শক্তের ভক্ত নরমের জম ” । আমি যেহেতু বেশ কয়েকটি পত্রিকাতে লেখালেখি
করি । তাই সেই লেখালেখীর মাধ্যমে আবারও প্রতিবাদী হওয়ার চিন্তা করে জমটাকে নিজের কাধ থেকে দূরে সরিয়ে দেই ।
আমার পত্রিকার সম্পাদক ইসমাইল হুসাইন মানিক ”(world newsbd/ world crime newsbd)”  আমাকে সাহস দেন । আরও একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকার সম্পাদক আমাকে সাহস দেন । মজার বিষয় হলো এই দুইজন সম্পাদকই আমাকে পাগলা বলে ডাকেন । তারা প্রায়ই বলেন কলমদিয়ে প্রতিবাদ কর । সাথে আমরা আছি ।
আমি আমার সম্পাদক ইসমাইল স্যারের ঋন পরিশোধ করার ক্ষমতা নাই । তাই তাকে আজীবন স্যালুট জানাই ।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার প্রতিবাদ যেন সত্য-ন্যায়ের মাঝে থাকে এবং সফলকাম হতে পারি । দোয়া করবেন ।