আশকোনায় নির্মাণাধীন র‌্যাব ক্যাম্পে আত্মঘাতি হামলা: নিহত ১

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৭ মার্চ : রাজধানীর উত্তরার আশকোনায় হাজি ক্যাম্পের পাশে প্রস্তাবিত র‍্যাব সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এই ঘটনায় বোমা বহনকারী নিহত হয়েছে। এছাড়াও ওই ক্যাম্পের ২ র‌্যাব সদস্য আহত হয়েছে।

আজ শুক্রবার আনুমানিক বেলা ১টা ১০ মিনিটের দিকে এই হামলা হয় বলে র‍্যাব সূত্র জানিয়েছে। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে নারীসহ পাঁচ জনের মৃত্যুর পর দিনই এই ঘটনা ঘটলো।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘হামলায় একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত জানি না।’

র‌্যাবের এই স্থায়ী কার্যালয় প্রাচীর দিয়ে ঘেরা।

র‍্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন: ‘এখানে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। দুপুর একটার দিকে একজন যুবক বাউন্ডারির নিচ দিয়ে ভিতরে ঢুকে যায়। র‌্যাব সদস্যদের থেকে ওই যুবক মাত্র ১০-১৫ গজ দুরত্বে ছিলেন। পরে তার কাছে ভেতরে আসার কারণ জিজ্ঞাসা করলে সে পালিয়ে যেতে চায়। কিছুদূর গেলে বিস্ফোরণ ঘটে এবং সে সেখানেই মারা যায়।’

তিনি আরো বলেন: ‘সবাইকে নিরাপদ করতে এই স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। এখানে যেহেতু একটি ডেড বডি আছে,  তা্রই  ভেতরে আরো কোনো বিস্ফোরক রয়েছে কি না তা খতিয়ে দেখতে আমাদের বোমা বিশেষজ্ঞদল ঘটনাস্থলে আসছে। আমরা এখন ঘটনাস্থলের চারপাশ খতিয়ে দেখছি।’

মুফতি মাহমুদ খান জানান, এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমার আঘাতে তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১ এর ডিউটি অফিসার বলেন, ‘বেলা একটা ১০ এর দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে খবর পেয়েছি আমাদের একজনও এতে আহত হয়েছে। তাকে সম্মেলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে। আত্মঘাতী হামলাকারীও নিহত হয়েছে।’

স্থানীয়রা জানান, আশকোনায় হাজী ক্যাম্পের পাশেই র‌্যাব কার্যালয়ের সামনে একজন ব্যক্তি ভেতরে ঢুকার চেষ্টা করছিল। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটকে পরিচয় জানতে চাইলে তার গায়ে বাঁধা  বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান। এ সময় সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।

আশকোনায় যে এলাকাটিতে এই ঘটনা ঘটেছে, তার কিছু দূরেই গত ডিসেম্বরে একটি জঙ্গি আস্তানা খুঁজে পেয়েছিল পুলিশ। সেদিন ওই আস্তানা থেকে বের হয়ে এক নারী আত্মসমর্পণের ভান করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিলেন। এতে তিনি নিহত হন।