‘বইয়ের ছবি’ কম্পিটিশনে প্রথম হলেন জবি শিক্ষার্থী ফয়সাল খান

SHARE
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৮ ফেব্রুয়ারি : এপার ওপার বাংলায় বই পড়ুয়াদের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক ভিত্তিক সংগঠন বইপোকাদের আড্ডাখানা। প্রায় দেড় লক্ষ সদস্যের এই গ্রুপের উদ্যোগে সম্প্রতি হয়ে গেল ‘বইয়ের ছবি ‘ শীর্ষক ফটোগ্রাফিক কম্পিটিশন। এ কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফয়সাল খান। সাড়ে তিনশ ছবির মধ্যে বিভিন্ন স্তরে বাছাই শেষে প্রথম স্থান অধিকার করে তার ছবিটি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ওয়াসি আহমেদ রাফি ও স্বপ্নীল সাহা। এ ব্যাপারে অনুভূতি জানতে চাইলে ফয়সাল খান বলেন ” আত্মউন্নয়নের জন্য সকলেরই বই পড়া উচিৎ, বই মানুষকে উন্নত করে, চিন্তার জগতকে করে শানিত, পৃথিবীকে জানতে হলে, বুঝতে হলে বই পড়ার বিকল্প নেই, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন তাদের জন্য বই পরাটা অনেক বেশি জরুরী, কারন বিশ্ববিদ্যালয়ে মূলত বৈশ্বিক জ্ঞান শিখতে আসা। আর বৈশ্বিক জ্ঞান আহরণের জন্য পাঠ্য পুস্তকের বাহিরে অবশ্যই ভালো ভালো বই পড়তে হবে, বই হচ্ছে মানুষের মূল্যবান সম্পদ”। ১৭ অক্টোবর শিল্পকলা একাডেমীর চিত্রশালার অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনশতাধিক তরুণ লেখক ও পাঠক বৃন্দ।