‘কোনো শক্তি ইরান-রাশিয়া সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারবে না’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৮ ফেব্রুয়ারি : রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, বাইরের কোনো শক্তি ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই ও পরমাণু সমঝোতাসহ দু দেশ বিভিন্ন ইস্যুতে একে অপরকে সহযোগিতা করছে, ফলে বাইরের কোনো ঘটনার ওপর ইরান ও রাশিয়ার সম্পর্ক নির্ভর করে না। রুশ এ কূটনীতিক বলেন, ইরান ও রাশিয়া তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। রুশ সংবাদ মাধ্যম স্পুৎনিককে সের্গেই রিয়াবকভ বলেন, “ইরান সম্পর্কে আমাদের অবস্থান হচ্ছে- তেহরান একটি নির্ভরযোগ্য ও স্থিতিশীল অংশীদার এবং প্রতিবেশী।” তিনি আরো বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংলাপসহ আন্তর্জাতিক বহু ইস্যুতে আমরা একে অপরকে সহযোগিতা করছি এবং তা অব্যাহত থাকবে।” পরমাণু সমঝোতা প্রসঙ্গে রুশ মন্ত্রী জোর দিয়ে বলেন, তেহরান ও মস্কো এ সমঝোতা বাস্তবায়নের বিষয়ে একসঙ্গে কাজ করে যাবে।