ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুষ্টিয়া-৩ প্রতিনিধি,শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ || মাঘ ৯ ১৪৩২ :
মামলার ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তিনি বলেন, ‘‘৬৪ হাজার মামলা দিয়েও ভয় দেখিয়ে আমাকে কেউ দমায়ে রাখতে পারবা না।’’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ঝাউদিয়া ফুটবল মাঠে নির্বাচনি সমাবেশ প্রধান বক্তার বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা শাখা জামায়াতের আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এ সময় মুফতি আমির হামজা বলেন, ‘‘আমি আমার জন্মদাতা পিতা ও রাজনৈতিক পিতার কাছ থেকে দোয়া নিয়ে রাস্তায় কাজ শুরু করেছি। যতক্ষণ নিঃশ্বাস আসে ততক্ষণ আল্লাহর রাস্তায় কাজ করে যাব।’’
সমাবেশে বক্তারা ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজার পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ
_______________________________________
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন বক্তব্য রাখার অভিযোগে দেশের বিভিন্নস্থানে আমির হামজার বিরুদ্ধে মামলা হচ্ছে। যদিও এই বক্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।



