
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মাসুম চৌধুরী সিনিয়ার ষ্টাফ রিপোর্টার ,বুধবার ২১ জানুয়ারি ২০২৬ || মাঘ ৭ ১৪৩২ :
ব্জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ক্যাটাগরিতে এবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
Advertisement
আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
গত ১৩/১/২০২৬ জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেনের স্বাক্ষরিত ফলাফল বিবরণীর মাধ্যমে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট ইউনিটের এ সম্মান জনক অর্জনের বিষয়টি নিশ্চিত হয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

উল্লেখ্য ১৯৭৩ সালে গঠিত এ স্কাউট ইউনিটের বর্তমান সভাপতি হিসেবে নেতৃত্ব প্রদান করছেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসিম, ইউনিট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন- সিনিয়র শিক্ষক সুলতান আহমেদ।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ
__________________________________________________
সিনিয়র পেট্রোল লিডার হিসেবে দায়িত্ব পালন করছে শাহরিয়ার শুদ্ধ। শাহরিয়ার শুদ্ধ এবারসহ (২০২৬ সাল) উপজেলায় টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। স্কাউটের শৃঙ্খলা, দলীয় অভিজ্ঞতা, স্কাউট দল ভিত্তিক দক্ষতা, বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ এবং স্কাউট দলের শিক্ষার্থীদের উপস্থাপনের সক্ষমতাসহ নানা মানদণ্ডের ভিত্তিতে ২০২৬ সালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট ইউনিটকে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচন করা হয়।



