ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,গাজীপুর প্রতিনিধি,সোমবার ০৫ জানুয়ারি ২০২৬ || পৌষ ২১ ১৪৩২ :
চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। ওই আদেশের পর আদালতপাড়ায় ‘অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে জড়ো হয়ে বিক্ষোভ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। এরপর সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার জামিন মঞ্জুর করা হয়েছে।
Advertisement
অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে সুরভীর জামিন আবেদন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।
Advertisement
আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
সোমবার দুপুরে তাহরিমা জান্নাত সুরভীর ডিমান্ড মঞ্জুর করলে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। এ সময় তারা সুরভীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবিলম্বে সুরভীকে মুক্তি না দেওয়া হলে সারা দেশে ব্লকেড কর্মসূচির হুমকি দেন বিক্ষোভকারীরা। বিচারক শুনানি শেষে সুরভীর রিমান্ড মঞ্জুর করলে তারা এজলাসের ফটকে বিক্ষোভ করতে থাকেন। এ সময় আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ
__________________________________________________
গারদখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় তাহরিমা জান্নাত সুরভী ক্ষোভ প্রকাশ করে বলতে থাকেন, তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনোরকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।

তাহরিমা জান্নাত সুরভী


