ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নোয়াখালীর কবিরহাট প্রতিনিধি, রোববার ০৪ জানুয়ারি ২০২৬ || পৌষ ২০ ১৪৩২ :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মানবিক কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া সাবেক পুলিশ সদস্য শওকত হোসেন। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
Advertisement
আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
সোমবার (২৯ ডিসেম্বর) তা জমা দাখিলের কথা রয়েছে।
শওকত হোসেনের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে। মানবিক সহায়তা, অসহায় মানুষের চিকিৎসা ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানবিক পুলিশ’ হিসেবে ভাইরাল হন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

তবে ৪২৪ দিন অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছিলেন ‘মানবিক’ পুলিশ শওকত। একটানা ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এ ছাড়া অভিযুক্ত (শওকত হোসেন) শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং বেওয়ারিশ মানুষ নিয়ে মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয়―এমন বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানোর পর তাকে চাকরিচ্যুত করা হয়।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ
_________________________
শওকত হোসেন আসন্ন সংসদ নির্বাচনে নিজে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা স্বীকার করে জানান, ‘আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানবিক দায়িত্ব পালনের একটি মাধ্যম।



