(ভিডিও) সৌদি আরবে প্রথমবারের মতো মদ বিক্রি শুরু

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২  :

সৌদি আরব প্রথমবারের মতো মদ বিক্রি শুরু করেছে। এখন থেকে দেশটিতে বসবাসরত অ-মুসলিম বিদেশি বাসিন্দারা কিনতে পারবেন মদ। তবে মদ কিনতে হলে মাসে অন্তত ৫০ হাজার রিয়াল (প্রায় ১৩৩০০ ডলার) আয় করতে হবে। খবর নিউইয়র্ক পোস্টের

Advertisement

জানা গেছে, শুধুমাত্র উচ্চআয়ের বিদেশিরা ই রাজধানী রিয়াদের একমাত্র লাইসেন্সধারী মদের দোকানে প্রবেশের সুযোগ পাবেন। প্রবেশের আগে তাদের বেতনের সার্টিফিকেট দেখাতে হবে।

সৌদি আরবে মদের উপর কড়া নিষেধাজ্ঞা চলছে বহু দশক ধরে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক ও প্রশাসনিক নানা সংস্কারের অংশ হিসেবে কিছু বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

গত বছর চালু হওয়া রিয়াদের মদের দোকানটি শুরুতে শুধুমাত্র বিদেশি কূটনীতিকদের কাছে মদ বিক্রি করত। এখন থেকে অ-মুসলিম প্রিমিয়াম রেসিডেন্সি কার্ডধারীরাও সেখানে কেনাকাটা করতে পারবেন। এই ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ বা সৌদি গ্রিন কার্ড দেয়া হয় দক্ষ পেশাজীবী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের, যারা পাঁচ বছরে অন্তত ৩০ মাস সৌদি আরবে থেকেছেন।