‘(ভিডিও) আবুল সরকার ভুলের জন্য আমরা সব বাউলরা ক্ষমা চাই মুক্তি দেন।নয়ত আমরা রাস্তায় নামবো।বাবলি লতিফ পালা।

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার   ২৭ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ  ১২ ১৪৩২ :

বাউলশিল্পী আবুল সরকারকে অবিলম্বে মুক্তি না দিলে ‘দেশের ২০ লাখ বাউল রাস্তায় নামবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বাউল সমিতির সাধারণ সম্পাদক রফিক সরকার।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

নাগরিক প্লাটফর্ম ‘সম্প্রীতি যাত্রার’ এই আয়োজনে বিভিন্ন বাউল সুফি সংগঠনের পাশাপাশি সংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সুফি জাগরণ পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাঙালি বলেন, “চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল দেশের সুফি বাউলরা। কিন্তু এখন যেটি ঘটছে এদেশে, এমনটা চলতে দেওয়া যায় না।”

পরিকল্পিতভাবে শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে মন্তব্য করে অবিলম্বে তাকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

আহলে সুন্নত আল জামায়াতের সভাপতি মাওলানা নূরে আলম সাঈদ বলেন, “তিন দিনের মধ্যে আবুল সরকারকে মুক্তি না দিলে সমস্ত বাউল-ফকির-পাগলরা রাস্তায় নামবে।”

বাউলশিল্পী শাহ আলম সরকার বলেন, “দেশের মাদ্রাসাগুলোতে প্রচুর অনৈতিক কর্মকাণ্ড হলেও সেগুলোর শাস্তি হয় না। অথচ একজন বাউলের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে কারাগারে নেওয়া হয়েছে।”

Advertisement

 

উদীচী শিল্পীগোষ্ঠীর (একাংশ) সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, “এক দিন এই পৃথিবীটা বাউলের হবে। আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনাটি দেশের শিল্পী ও মানবাধিকারকর্মীরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।”

ছাত্রনেতা মেঘমল্লার বসু বলেন, “বর্তমান সরকার একদিকে লালনের অনুষ্ঠান করে, অন্যদিকে বাউল ফকিরদের নির্যাতন করে, মাজার দরগায় ভাঙচুর হলে নীরব থাকে।”

তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “যেকোনো মূল্যে নয়া-ফ্যাসিবাদ রুখতে হবে।”

মানববন্ধনে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় ও মাহাথির মোহাম্মদও বক্তব্য দেন।

Advertisement

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খেজুরবাগান মোড় ঘুরে আবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়।