(ভিডিও)হিরো আলম পাচ্ছেন একের পর এক বিয়ের প্রস্তাব

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিনোদন  প্রতিনিধি, শনিবার   ০১ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ১৭ ১৪৩২ :

এক সময়ের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম সামাজিক মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি তার দাম্পত্য জীবনে ঘটেছে বিশেষ ঘটনা—তিনি তার তৃতীয় স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তিন তালাক দিয়েছেন। গত শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে এই তালাকের ঘটনাটি ঘটে এবং সংবাদ অনুযায়ী হিরো আলম বিশেষভাবে দুধ দিয়ে গোসল করে তালাকের রীতি পালন করেছেন।

Advertisement

রিয়া মনিকে তালাক দেওয়ার পর থেকেই হিরো আলম সামাজিক মাধ্যমে বিশেষভাবে নারী ফ্যানদের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাচ্ছেন। তিনি জানিয়েছেন, “মেসেঞ্জারে প্রবেশ করাটাই এখন অসম্ভব হয়ে গেছে। অনেক নারী আমার সঙ্গে যোগাযোগ করছেন এবং আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। আমি এই ভালোবাসা ও আগ্রহকে সম্মান করি।”

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

তবে হিরো আলম স্পষ্ট করেছেন যে, তিনি এখনো কাউকে বিয়ের নিশ্চয়তা দেননি। তিনি বলেন, “এ সিদ্ধান্ত শুধু আমার একার নয়; আমার পরিবার, মা-বাবা, ভাইবোনদের সঙ্গে পরামর্শ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমি চাই আমার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ এবং ভালো একটি পরিবার গড়ে তুলতে।”

Advertisement

তিনি আরও জানিয়েছেন, তার পরবর্তী বিয়ে হঠাৎ আবেগের প্রভাবে নয়, বরং ভেবেচিন্তে এবং স্থিরভাবে করা হবে। হিরো আলম আশা প্রকাশ করেছেন যে, তার আগামীর জীবনসঙ্গী হবে একজন ভালো মনের অধিকারী, যিনি বাস্তবতা বুঝে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন এবং তার পরিবারের সুখ-শান্তি নিশ্চিত করবেন।