(ভিডিও)খুলনায় ১০০ বন্দি নিয়ে চালু হচ্ছে নতুন কারাগার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),খুলনা  প্রতিনিধি, শনিবার   ০১ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ১৭ ১৪৩২ :

১৪ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে খুলনায় চালু হচ্ছে নবনির্মিত জেলা কারাগার। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে সাজাপ্রাপ্ত ১০০ বন্দিকে স্থানান্তরের মধ্য দিয়ে সীমিত আকারে শুরু হবে নতুন কারাগারের কার্যক্রম। পুরাতন কারাগার থেকে নতুন কারাগারের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, ২০১১ সালে খুলনা সিটি (রূপসা সেতু) বাইপাস সড়কের পাশে প্রায় ৩০ একর জায়গায় শুরু হয় নতুন কারাগার নির্মাণ প্রকল্প। সময় ও ব্যয়ের একাধিক সংশোধনের পর ২৮৮ কোটি টাকায় শেষ হয়েছে কাজ। গত ১৪ বছরে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে ৮ বার। এছাড়া দুই দফায় নির্মাণ ব্যয় বাড়ানো হয়েছে।

খুলনা কারাগারের সুপার মো. নাসির উদ্দিন জানান, জনবল সংকটের কারণে আপাতত পূর্ণাঙ্গভাবে কারাগার চালু করা সম্ভব হচ্ছে না। প্রথম পর্যায়ে শনিবার সকাল ৯টা ১০ মিনিটে পুরাতন কারাগার থেকে ১০০ জন সাজাপ্রাপ্ত বন্দিকে স্থানান্তর করা হবে। পর্যায়ক্রমে নতুন কারাগারে বন্দির সংখ্যা বাড়ানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনায় দুটি কারাগার পরিচালনায় মোট ৬০০ জন জনবল প্রয়োজন হলেও বর্তমানে রয়েছে ২০৮ জন। সম্প্রতি নতুন করে পদায়ন হয়েছে আরো ৪৪ জন। ফলে সীমিত জনবল নিয়েই পুরনো ও নতুন দুটি কারাগার চালানো হবে। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী পুরনো কারাগারে রাখা হবে খুলনা মহানগরীর বন্দিদের এবং নতুন কারাগারে রাখা হবে জেলার নয় উপজেলার বন্দিদের।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

নতুন কারাগারটি নির্মিত হয়েছে আধুনিক সংশোধনাগার হিসেবে। এখানে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য রয়েছে পৃথক ভবন। কিশোর-কিশোরীদের জন্য আলাদা ব্যারাক। এছাড়া নারীদের জন্য পৃথক হাসপাতাল, মোটিভেশন সেন্টার ও ওয়ার্কশেড।

বন্দিদের চিকিৎসার জন্য রয়েছে ৫০ শয্যার হাসপাতাল, পাশাপাশি কারারক্ষীদের সন্তানদের জন্য স্কুল, লাইব্রেরি, ডাইনিং, আধুনিক সেলুন ও লন্ড্রি। শিশুসন্তানসহ নারী বন্দিদের জন্যও রয়েছে পৃথক ওয়ার্ড ও ডে-কেয়ার সেন্টার, যেখানে সাধারণ বন্দিদের প্রবেশাধিকার থাকবে না।

খুলনা গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, নতুন কারাগারে ৫৭টি স্থাপনা নির্মিত হয়েছে। যার মধ্যে বন্দিদের থাকার ভবন ১১টি।

Advertisement

মাস্টারপ্লান অনুযায়ী, খুলনার নতুন কারাগারে মোট ৪ হাজার বন্দি রাখার সক্ষমতা রয়েছে। আপাতত নির্মিত অবকাঠামোয় ২ হাজার বন্দির ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে পৃথক প্রকল্পের মাধ্যমে আরো স্থাপনা নির্মাণের সুযোগ রয়েছে।