ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),কলকাতা প্রতিনিধি, শনিবার ০১ নভেম্বর ২০২৫ || কার্তিক ১৭ ১৪৩২ :
কেনাকাটার সময় এক নারীর ব্যাগ থেকে স্বর্ণ ও নগদ অর্থ চুরির অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতের ছোটপর্দার আলোচতি-সমালোচিত অভিনেত্রী রূপা দত্ত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বড়বাজার নন্দরাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কলকাতার পোস্তা থানা এলাকার আদি বাঁশতলা লেনে কেনাকাটা করছিলেন অভিনেত্রী রূপা। এ সময় এক নারীর ব্যাগ থেকে স্বর্ণ ও নগদ অর্থ চুরির অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় গত ১৫ অক্টোবর নারী অভিযোগ জানান যে, কেনাকাটার সময় তার পার্স চুরি হয়েছে। পার্সে ২০০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি স্বর্ণের চেইন, যাতে বৈষ্ণোদেবীর একটি লকেটও ছিল। দুটি স্বর্ণের বালা এবং নগদ চার হাজার টাকাও ছিল। অভিযোগকারী নারীর নাম দীপা আগরওয়াল। ঘটনাটি ঘটেছে পোস্তা থানার আদি বাঁশতলা লেনে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ভুক্তভোগী নারীর অভিযোগ পাওয়ার পরই অবশ্য তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপর অভিযুক্তকে শনাক্ত করার পর সূত্রের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে বড়বাজার নন্দরাম মার্কেটের কাছ থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী রূপাকে।
এ টালি তারকার গরচা রোডের বাড়ি থেকে চুরি যাওয়া সব স্বর্ণের অলংকার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া মোট স্বর্ণালংকারের পরিমাণ ৬২.৯৫ গ্রাম।
Advertisement
প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগে ২০২২ সালে বইমেলা থেকেও চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী রুপা। ২০২০ সালে বলিউড পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ তুলেছিলেন। তিনি সাধারণত বাংলা সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেন। এছাড়া ‘জয় মা বৈষ্ণদেবী’ নামের একটি হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন রূপা।




