(ভিডিও)আসামি পরিবহনে যুগান্তকারী উদ্যোগ: তৈরি হলো শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি প্রিজন ভ্যান

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিশেষ প্রতিনিধি, বুধবার   ২২ অক্টোবর ২০২৫ ||  কার্তিক ৬ ১৪৩২ :

দেশে প্রথমবারের মতো তৈরি হলো অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি প্রিজন ভ্যান। এখন থেকে আদালত কিংবা অন্য কারাগারে আসামি পরিবহনে ব্যবহার করা হবে এই বিশেষ সুবিধাসম্পন্ন ভ্যান।

Advertisement

এই আধুনিক প্রিজন ভ্যানে রয়েছে তিনটি পৃথক কেবিন, যেখানে প্রতিটি কেবিনে ১২ জন আসামি স্বাচ্ছন্দে বসতে পারবেন। প্রয়োজনে প্রতি কেবিনে ১৫ থেকে ১৬ জন পর্যন্ত ধারণক্ষমতা রয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেবিন আলাদাভাবে তালাবদ্ধ রাখার ব্যবস্থাও করা হয়েছে।

পুরো ভ্যানজুড়ে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির সুবিধা। ড্রাইভিং কেবিনে চালকসহ চারজন পুলিশ সদস্যের জন্য রয়েছে আরামদায়ক আসন, যেখান থেকে তারা মনিটরের মাধ্যমে ভ্যানের ভেতরের সব কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া আধুনিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে তারা আসামিদের সঙ্গে সরাসরি যোগাযোগও রাখতে পারবেন।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ভ্যানের কাঠামো তৈরি হয়েছে দেশেরই এক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, যদিও এতে ব্যবহৃত ইঞ্জিন ও চেসিস এসেছে জাপানের বিখ্যাত ইসুজু ব্র্যান্ড থেকে। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করলেও মূল নকশা, সংযোজন ও প্রযুক্তিগত বাস্তবায়ন সম্পূর্ণ দেশীয় পর্যায়েই করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আসামি পরিবহনের জন্য এ ধরনের উন্নত মানের ভ্যান সংযোজন বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়নের পথে এক বড় অগ্রগতি। একই সঙ্গে এটি দেশের অটোমোবাইল শিল্পের সক্ষমতারও একটি উজ্জ্বল প্রমাণ।

Advertisement

আসামি পরিবহনে শীতাতপ নিয়ন্ত্রিত ও প্রযুক্তিসমৃদ্ধ এই প্রিজন ভ্যানে নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও দক্ষতা—সবই একসঙ্গে নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে।