ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),আবদুল মালেক মেঘনা উপজেলা থেকে, শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ || আশ্বিন ১১ ১৪৩২:
কুমিল্লা মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব করাতে রোগীদের কাছ থেকে ঔষধ বাবদ ৫৫০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, অথচ পার্শ্ববর্তী হোমনা ও তিতাস উপজেলায় এ সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
অভিযোগ রয়েছে, রোগীদের জিম্মি করে নিজেদের সাপ্লাই করা ঔষধ নিতে বাধ্য করছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও সহকারীরা। দায়িত্বপ্রাপ্ত ডাক্তার মাতোয়ারা শারমিন এমনভাবে প্রেসক্রিপশন করেন যাতে করে সাধারণ অভিভাবকরা স্থানীয় বাজারে ঔষধ খুঁজে না পান। পরে মিডওয়াইফ সহকারী নাজনীন টাকার বিনিময়ে পূর্বে মজুতকৃত ঔষধ কিংবা তার বাসা থেকে আনা ঔষধ সরবরাহ করে থাকেন।
Advertisement
এ বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার উত্থাপন করা হলেও সভায় উপস্থিত সবার সামনে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো জবাব দিতে পারেনি। অভিযোগ উঠেছে, এ বিভাগটি স্টাফদের মধ্যে কয়েকজন ডাক্তার ও সহকারী মিলে রীতিমতো নিয়ন্ত্রণ করে রেখেছেন। অবিলম্বে এসব ঘুষখোর ও ঔষধ ব্যবসায়ী ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।