(ভিডিও)চাঁদা না দেওয়ায় ১৬টি মাহিন্দ্রা ভাঙচুরের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),ফরিদপুর প্রতিনিধি, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫ ||  আশ্বিন ৯ ১৪৩২ :

ফরিদপুরে চাঁদা না দেওয়ায় ১৬টি মাহিন্দ্রা ভাঙচুরের অভিযোগে জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত রাতে এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

মামলার এজাহারে বলা হয়েছে, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন এবং তার অনুসারীরা দীর্ঘদিন ধরে পুরাতন বাসস্ট্যান্ডের টেম্পোস্ট্যান্ডে মাহিন্দ্রা চালকদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতে স্ট্যান্ডে থাকা ১৬টি মাহিন্দ্রা ভাঙচুর করেন তারা। এ ঘটনায় আহত হন ছয় মাহিন্দ্রা চালক।

Advertisement

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী বলেন, ‘‘চাঁদা না দেওয়ায় মাহিন্দ্রা ভাঙচুরের অভিযোগে থানায় মামলা হয়েছে। সেই মামলায় যুবদল নেতা মাসুদুর রহমান লিমনকে গ্রেপ্তার করা হয়েছে।’’