(ভিডিও) ফিল্মি স্টাইলে ইয়াবাসহ ২ বিক্রেতাকে ধরল ডিবি পুলিশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম ((ভিডিও),ঠাকুরগাঁও প্রতিনিধি, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫ ||  আশ্বিন ৬ ১৪৩২ :

ঠাকুরগাঁও শহরে ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) শহরের অপরাজেয় ৭১ এলাকায় এ অভিযান চালানো হয়।

Advertisement

এ সময় তাদের কাছ থেকে ৭০০ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

আটকরা হলেন— পৌরশহরের হাজীপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম ওরফে বুড্ডা (৩২) ও বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াখোর গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালাই। শিশুপার্কের সামনে দিয়ে মোটরসাইকেলে তারা শহরে যাচ্ছিলেন। এ সময় ধাওয়া দিলে তারা পালানোর চেষ্টা করে এবং ধস্তাধস্তি শুরু হয়। চৌকস টিম দ্রুত তাদের নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৭০০ ইয়াবা জব্দ করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রফিক দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঘটনার সময় সাধারণ মানুষ মোবাইলফোনে ভিডিও ধারণ করেন, যা কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অভিযানের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে এবং শেষ পর্যন্ত ডিবি সদস্যরা রফিককে মাটিতে ফেলে আটক করে।

Advertisement

আবশ্যক

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

স্থানীয় দোকানদার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা প্রতিদিন দেখি এখানে অচেনা লোকজন আসা-যাওয়া করে। কিন্তু এতদিন কেউ কিছু করতে পারেনি। আজ ডিবি পুলিশ যেভাবে ধরেছে, এতে আমাদের সাহস বেড়েছে।

জহির ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক এখন তরুণদের ধ্বংস করে দিচ্ছে। এদের কঠিন শাস্তি হওয়া দরকার।

ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই সমালোচনামূলক মন্তব্য করেছেন।

Advertisement

ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

ফিল্মি স্টাইলে ইয়াবাসহ ২ বিক্রেতাকে ধরল ডিবি পুলিশ