(ভিডিও) কোন দিকে যাচ্ছে দেশ, শেষ পর্যন্ত নির্বাচন কি হবে?

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম ((ভিডিও),বিশেষ প্রতিনিধি, শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫ ||  আশ্বিন ৫ ১৪৩২ :

ক্রমেই ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে দেশ আসলে কোন দিকে যাচ্ছে? এই প্রশ্ন এখন মানুষের মাঝে। বিশ্লেষকদের কেউ-কেউ বলছেন, জুলাই সনদের মতানৈক্যে দেশ হাঁটছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে। যেখানে প্রবলভাবে অনিশ্চিত হয়ে পড়ছে জাতীয় নির্বাচন ও দেশের অগ্রগতি। অবশ্য, কারো-কারো অভিমত নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের প্রশ্ন মিমাংসা না করলে, দীর্ঘমেয়াদে ভালো থাকবে না বাংলাদেশ।

Advertisement

গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশে গড়ার আকাঙ্খা এক বছর ধরে ঘুরছে জাতীয় ঐকমত্যের বৃত্তে, যেখানে এখনো অমিমাংসিত জুলাই সনদ ইস্যু। আর, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নিত্যনতুন ইস্যুতে যখন জটিল হচ্ছে রাজনীতি, তখন হঠাৎ আলোচনায় জাতীয় পার্টি। নুরুল হক নুরকে মারধোরের পর আরো ঘোলাটে হয় পরিস্থিতি। এমন অবস্থার মাঝে আবার, পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে রাজপথে নেমে গেছে কয়েকটি দল।

সবমিলিয়ে প্রশ্ন জেগেছে, দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে?

লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, নতুন করে আবারো অনিশ্চয়তার দিকে যাচ্ছি। এখন যদি আমরা জাতীয় ঐক্যমত হওয়া পর্যন্ত অপেক্ষা করি তাহলে তো নির্বাচন অবশ্যই অনিশ্চিত। যখনই নির্বাচন অনিশ্চিত থাকবে তখনই নিশ্চিত দুটো ঘটনা ঘটবে। একটা হলো অর্থনীতি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ বিনিয়োগ হবে না। দ্বিতীয়ত, আপনারা যেটাকে মব সংস্কৃতি বলছেন সেটা বাড়বে।

চিন্তক ফরহাদ মজহার বলেন, জাতীয় পার্টি কী এই মুহূর্তে বাংলাদেশে বড় কোনো সমস্যা? আমাদের সমস্যা তো খুব সিম্পল। সমস্যা হচ্ছে আপনি কি নির্বাচনী ধারায় যাবেন নাকি গঠনতান্ত্রিক ধারায় যাবেন। আপনি গঠনতান্ত্রিক ধারাকে আরও দূর্বল করার জন্যই এ কাজটা ঘটানো হয়েছে। আমরা চাই নতুন গঠনতন্ত্র, যারা নির্বাচন চায় তারা এই ঘটনা দ্বারা প্রমাণ করতে চায় যে, দেশ খুব অস্থিতিশীল হয়ে গেছে। তাই আমাদেরকে অবিলম্বে নির্বাচন দিতে হবে।

Advertisement

আবশ্যক

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

লেখক ও গবেষক আলতাফ পারভেজ মনে করেন, জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন, দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে। তবে, সেদিকে বেশি মনোযোগ দিতে গিয়ে জাতীয় নির্বাচন অনিশ্চিত করলে আরো গভীর সংকটে পড়বে দেশ।

লেখক ও গবেষক আলতাফ পারভেজ আরও বলেন, জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে। বিএনপি একেবারেই কোনো কিছুতে রাজি নয় এটা আমি মনে করি না। বিএনপি হয়তো এক কথা বলছে, অন্যরা অন্য কথা বলছে। কিন্তু যতটুকু ঐকমত্য আছে, ততটুকুই হতে হবে। ঐকমত্যের বাইরে জোর করে এগোনো সম্ভব নয়। আমার ব্যক্তিগত মত, সংখ্যানুপাতিক পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হতো, তবে এটা জোর করে চাপিয়ে দেয়া যাবে না।

অবশ্য, চিন্তক ফরহাদ মজহার বলছেন, পুরোনো সংবিধান রেখে বদলাবে না বাংলাদেশ। তাই গণপরিষদ নির্বাচনেই সমাধান দেখছেন তিনি।

চিন্তক ফরহাদ মজহার বলেন, রাষ্ট্র ব্যবস্থায় কোনো পরিবর্তন না এনে শুধু সরকার নির্বাচন করলে কোনো সমাধান আসবে না। বাংলাদেশের সামনে তাই কোনো পথ খোলা নেই অবশ্যই সংবিধান পরিবর্তন করতে হবে এবং গণপরিষদ নির্বাচনে যেতে হবে।

Advertisement

বিশ্লেষকরা মনে করেন, চলমান সংকটে ব্যক্তি বিশেষ নিয়ে মন্তব্য করতে গিয়ে, প্রতিরক্ষা বাহিনী যেনো আক্রমণের স্বীকার না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে।

কোন দিকে যাচ্ছে দেশ, শেষ পর্যন্ত নিবাচন কি হবে?