ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম ((ভিডিও),সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে,শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫ || আশ্বিন ৫ ১৪৩২ :
কুমিল্লার মেঘনা উপজেলায়- উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতারক চক্রটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
Advertisement
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পনে ৭টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, একটি প্রতারক চক্র মেঘনা উপজেলার নির্বাহী অফিসারের নাম ব্যবহার করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়ার আশ্বাস দিচ্ছে। এ সুযোগে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে টাকা দাবি করছে।
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যদের এমন প্রলোভনে না পড়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রতারণার চেষ্টা সম্পর্কে অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে।
Advertisement
এ বিষয়ে মেঘনা উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘জনগণের সেবা ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। সরকারের প্রকল্প ও উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত সবকিছু নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে বিনা খরচে বিতরণ করা হয়। কোনো অবস্থাতেই টাকা নেওয়া হয় না। আমার নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে তা সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণা। এ ধরনের চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’