https://www.facebook.com/share/v/16gr4PkYbG/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম ((ভিডিও),তিতাস থেকে বিশেষ প্রতিনিধি, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ || আশ্বিন ৩ ১৪৩২ :
মুজিবকোট গায়ে যে লোকটি তিনি ফ্যাসিবাদের সকল কুকর্মের দালাল। তার নাম মজিদ মুন্সী। তিনি তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এলাকায় তাকে থানার দালাল, চাঁদাবাজ ও জুয়ারী হিসেবে চিনে।
৫ ই আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। মাঝে মাঝে তিনি গভীর রাতে এলাকায় আসেন এমন আলোচনা রয়েছে লোকমুখে।
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
একটি সূত্রে জানা গেছে আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে।
এদিকে পোস্টে যে ভিডিওটি দেখছেন, তার একজন হল তিতাস উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবী অপরজন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মাওলা মিয়া।
Advertisement
এই দুইজনের ভিডিও কলে ভেসে উঠেছে মাওলা মিয়াকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুজিব মুন্সী -প্রিয় দর্শক তাহলে শুনুন ভিডিও কলের কথোপকথন।
