ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আমির ইসলাম রহিম মেঘনা থেকে, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ || আশ্বিন ৩ ১৪৩২ :
কুমিল্লার মেঘনা উপজেলার মৈশারচর গ্রামে আবারও ঘটেছে এক ভয়াবহ ও পরিকল্পিত ডাকাতির ঘটনা। গতকাল গভীর রাতে আনুমানিক রাত ৩টার দিকে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল সিনহা এগ্রো ফার্মে হামলা চালায়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সালাম বাহিনীর নেতৃত্বে আসা ডাকাতরা ফার্ম থেকে ২০টি গরু লুট করে নিয়ে যায়, যার বাজারমূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা।
Advertisement
ফার্মের নিরাপত্তার ঘাটতি কাজে লাগিয়ে ডাকাতরা নির্বিঘ্নে ডাকাতি সংঘটিত করে। স্থানীয় বাসিন্দা এছাক মিয়া বলেন, “ডাকাতরা হঠাৎ ফার্মে ঢুকে পড়ে, গরুগুলো নিয়ে যায় এবং কাউকে কিছু বলার সুযোগই দেয়নি। এতে মালিক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।”
ঘটনার কয়েকদিন আগে একই ডাকাত দল মেঘনা নদী থেকে একটি কৌসা নৌকা ডাকাতি করে। ওই ঘটনায় তিনজন ডাকাত ধরা পড়লেও বাকি সদস্যরা পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই আবারও এ হামলা চালিয়েছে তারা।
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
এবারের ঘটনায় ফার্মের কর্মচারীরা উপস্থিত না থাকায় ডাকাতদের বাধা দেওয়ার মতো কেউ ছিল না। এমনকি পাশের একটি ফার্মের মালিককে হাত-পা বেঁধে প্রচণ্ড মারধর করে ফেলে যায় ডাকাতরা। এতে এলাকাজুড়ে চরম ভীতি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক জানান, আজ মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, একের পর এক বড় ধরনের ডাকাতির পেছনে রয়েছে স্থানীয় নিরাপত্তা ঘাটতি ও সুপরিকল্পিত দুষ্কৃতকারীদের ভূমিকা।
Advertisement
তাদের দাবি, দ্রুত ডাকাতদের গ্রেফতার করে লুট হওয়া গরু উদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
স্থানীয়দের কথায়, “সন্ত্রাস ও চুরির মতো ঘটনা যেন আর না ঘটে, এজন্য পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।