ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি, রোববার ০৭ সেপ্টেম্বর ২০২৫ || ভাদ্র ২৩ ১৪৩২ :
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে আজ রোববার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এ দৃশ্য দেখা যাবে।
চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে আগামীকাল ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এ গ্রহণ। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে এর সূচনা হবে।
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকায়। এ অঞ্চলের পূর্ব ও পশ্চিম প্রান্তের বাইরে আংশিক চন্দ্রগ্রহণও দেখা যাবে।
তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকায় চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না।
সূত্র: বাসস
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ছবি: সংগৃহীত