(ভিডিও) ভালুকের হামলায় ক্ষতবিক্ষত পাকিস্তানি গায়িকা কুরতুলৈন বালুচ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, রোববার   ০৭ সেপ্টেম্বর ২০২৫ ||  ভাদ্র ২৩ ১৪৩২ :

পাকিস্তানের খ্যাতনামা গায়িকা কুরতুলৈন বালুচ। ‘কোক স্টুডিয়ো পাকিস্তান’ এ  বহু জনপ্রিয় গান রয়েছে তার। এ বার জঙ্গলে ঘুরতে গিয়ে বড় বিপদের মুখে পড়েছেন তিনি। বাদামি ভালুকের হামলায় ক্ষতবিক্ষত হতে হয়েছে তাকে। খবর এনডিটিভির।

Advertisement

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর পাকিস্তানের দেওসাই জাতীয় উদ্যানে বেড়াতে গিয়েছিলেন কুরতুলৈন বালুচ। সেখানে নিজের তাঁবুতে ঘুমোচ্ছিলেন তিনি। এ সময় আচমকাই একটি বাদামি ভালুকের আক্রমণে তার হাত একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন গায়িকা: সংগৃহীত ছবি

হাসপাতালে চিকিৎসাধীন গায়িকা: সংগৃহীত ছবি

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা স্থিতিশীল। হাড় ভাঙেনি, তবে শরীরের বিভিন্ন অংশে যে ক্ষত হয়েছে তা সারতে সময় লগাবে।

Advertisement

আবশ্যক

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

পাক ধারাবাহিক ‘হমসফর’-এ ‘ওহ হমসফর থা’ গানটি পাকিস্তান-ভারতের মতো বাংলাদেশেও  সমান জনপ্রিয়। এ ছাড়াও ভারতীয় ছবি ‘পিঙ্ক’-এ ‘কারি কারি’ গানটি গেয়েছিলেন তিনি। তার সঙ্গীতজীবনের শুরু হয় ২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গানের মাধ্যমে।