(ভিডিও)গেন্ডারিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রাজউক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গেন্ডারিয়ার ডিআইটি পুকুরপাড় প্রতিনিধি,শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫ ||  ভাদ্র ১৪ ১৪৩২ :

গেন্ডারিয়ার ডিআইটি পুকুরপাড় এলাকায় মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন ৭/১ এর আওতাধীন ডিআইটি পুকুরপাড় ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়।

Advertisement

এসময় ডিআইটি পুকুরপাড় ঘিরে থাকা অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ ও অবৈধভাবে নেওয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করে দেওয়া হয়েছে।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়, ডিআইটি পুকুরপাড় রক্ষা কমিটির অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশ মোতাবেক রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

Advertisement

এসময় ডিআইটি পুকুরপাড়ের চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, দুই তালা ইমারত, রিকশার গ্যারেজসহ অন্যান্য অবৈধ স্থাপনা। মোবাইল কোর্ট চলাকালে উক্ত স্থাপনাগুলোতে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন– রাজউকের অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার মো. আব্দুর রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তারা।