ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরিশালের মুলাদী প্রতিনিধি,
শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ || ভাদ্র ১৪ ১৪৩২ :
বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম।
তিনি জানান, চোখ তুলে নেওয়ার ঘটনায় আহতের বাবাসহ আটজনকে আসামি করে মামলা করার পরপরই তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বরিশালের উজিরপুর উপজেলার মসাং গ্রামে শ্বশুরবাড়ি থেকে ১ নম্বর আসামি স্বপন বেপারীকে গ্রেপ্তার করেছে মুলাদী থানা পুলিশ। বাকি আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Advertisement
স্বপন বেপারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম।
ভাইয়ের চোখ তুলে নেওয়া এক ভাই গ্রেপ্তার